কম্পিউটার কী? কম্পিউটার কাকে বলে? কম্পিউটার বেসিক নলেজ
আস্সালামু আলাকুম ওয়ারাহমাতুল্লাহ! আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দুআর বরকতে আমি ও অনেক ভালো আছি। কম্পিউটার আসলে কি? এই কথা বলতে গেলে আসলে অনেক লম্বা কথা। কম বেশী আপনাদের অনেকেরই কম্পিউটার সম্পর্কে ধরণা আছে।
আজকের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যোগে কম্পিউটার ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিশীম। চেষ্টা করব আজ আপনাদেরকে এই কম্পিউটার সম্পর্কে বিস্থারিত আলোচনা করার। সম্পুর্ণ পোস্টটি পড়ুন এবং জানতে থাকুন- কম্পিউটার কি? কম্পিউটার কাকে বলে? বেসিক কম্পিউটারে কি কি শিখতে হবে? কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক কে? তিনি কোন দেশের নাগরীক? কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারের মুল অংশ কয়টি ও কি কি? এই সকল বিষয় নিয়ে বিস্থারিত আলোচনা করার চেষ্টা করব ইনশা-আল্লাহ। আশা করি কিছুটা হলেও আপনাদেরকে শেখাতে পারব।
কম্পিউটার কি? এমন একটি যন্ত্র হলো এই কম্পিউটার ইলেক্ট্রনিস্ক যন্ত্র, যা আমাদের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে। তার নিজের ইচ্ছা শক্তির দ্বারা প্রয়োজনীয় কাজ সমুহ সংরক্ষর করে রাখে, যে কাজ গুলো মানুষ মনে রাখতে পারে না। কম্পিউটারকে সিমাহীন মেধাবী ও বলা হয়ে থাকে। যে কাজটি মানুষের দ্বারা কষ্ট সাধ্য, সেই কাজটি কম্পিউটারের দ্বারা অনেক সহজ। এই কম্পিউটার অনেক কঠিন কাজ সহজ করা সত্তেও বোকা বলা হয়েছে।
কম্পিউটারকে বোকা ও মেধাবী বলা হয় কেন? কম্পিউটার মূলত নিজের ইচ্ছায় সয়ংক্রিয় ভাবে চলতে পারেনা। কম্পিউটারকে কেউ একজন পরিচালনা করতে হয়। আবার এই কম্পিউটার আবিষ্কার করেছে মানুষ। এজন্য কম্পিউটারকে বোকা বলা হয়। আর মেধাবী বলা হয় এজন্য যে, অনেক কঠিন কাজ সহজ করে দেওয়াতে এবং যে বিষয়গুলো মনুষ মনে রাখতে পারে না, সেগুলো কম্পিউটার খুব সহজে মনে রাখতে পারে, এজন্যই কম্পিউটারকে অনেক মেধাবী বলা হয়ে থাকে।
বেসিক কম্পিউটারের নলেজ: কম্পিউটার এর বেসিক বিষয়বস্তু হলো কম্পিউটার এর মৌলিক বিষয়। ব্যবহারের উপযোগী হওয়া এবং কারো সাহায্য ছাড়া যে কোন কাজ সম্পন্ন করা। যেমন: পিসি, মনিটর, কিবোর্ড, মাউজ, এই সকল বিষয় বস্তুর উপর জ্ঞান থাকা। কম্পিউটার এর বেসিক কাজ হলো সফ্টওয়ার, ইন্টারনেট, ব্রাউজিং, ফাইল গুলো সংরক্ষন করা।
টাইপিং করা, ইন্টারনেট থেকে কোন তথ্য সম্পর্কে জানা এবং অন্যান্যো অতি সাধারণ কাজগুলো করাকেই মুলত বেসিক কম্পিউটারের নলেজ। প্রায়সে অপরীহার্য হয়ে পড়েছে কম্পিউটার এর বেসিক নলেজ। কম্পিউটার এর বেসিক নলেজ থাকলে আমরা যা করতে পারবো তা হলো- যে কোন সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারব। যে কোন ফাইল আদান প্রদন করা এবং অনলাইনের কাজ সহ ইমেইল করা, এই সমস্থ কাজ আমরা নিজেরাই করতে পারি।
বেসিক কম্পিউটার কোর্স
বেসিক কম্পিউটার কোর্স করার ইচ্ছা হলে- আপনার পছন্দের যে কোন একটি প্রতিষ্টান থেকে খুবই ভালো করে বেসিক কম্পিউটার এর কাজ শিখুন। তবে আমার পক্ষ থেকে পরামর্শ হলো ইউটিউব এর মাধ্যেমে শিখা। এতে করে আপনার সময় একটু বেশী লাগতে পারে। তবে বিশ্বাস রাখবেন যে, ইউটিউব এর দ্বারা যদি আপনি বেসিক কম্পিউটার এর কাজ শিখেন তহলে আপনি হবেন ভালো এবং দক্ষ কম্পিউটার অপারেটর।
এছাড়াও আপনি গোগুলে গিয়ে সার্চ করবেন বেসিক কম্পিউটার কোর্স। বিভিন্ন ব্লগাররা আছে, যারা কম্পিউটার এর বিষয় নিয়ে অনেক বাংলা ব্লগ সাইট তৈরী করে বেসিক কম্পিউটার সম্পর্কে পোস্ট করে থাকেন। বেশী বেশী করে বেসিক কম্পিউটার সম্পর্কে বাংলা ব্লগ পোস্ট পড়বেন, এতে আপনার অতিরিক্ত জ্ঞানার্জন হবে।
কম্পিউটার নেটওয়ার্ক কি
কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থাপনা যা দুই বা ততুধিক কম্পিউটার একে অন্যের সাথে যোক্ত করা। কম্পিউটার গুলো তথ্য আদানপ্রদান করতে পারে শুধু এই নেটওয়ার্ক-কম্পিউটার এর মাধ্যেমে। এক বা একাধীন কম্পিউটার দ্বারা একই রিসোর্শ ব্যাবহার করে কোন একটি কাজ সম্পন্ন করাকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে। নেটওয়ার্কের যে কোন কাজ সবকটি কম্পিউটার একই ফাইল (তথ্য) খুবই সহজে পাঠানো যায়।
ইন্টারনেট দ্বারা বিশ্বের যে কোন প্রান্ত থেকে কম্পিউটার এ খুজ-খবর নেওয়া যায়। মোট কথ হলো কম্পিউটার নেটওয়ার্ক হলো আপনার/আমাদের কাজ খুবই সহজ করে তাড়াতাড়ী আদান প্রদান করা যায়। কিছুটা হলেও আপনাদেরকে বুঝানোর চেষ্ট করেছি আসলে কম্পিউটার নেটওয়ার্ক কি
কম্পিউটারের মূল অংশ কয়টি
নির্দিষ্ট করে বলা অনেকটাই কঠিন এবং কষ্ট সাধ্য যে, কম্পিউটারের মূল অংশের পরিমান কয়টি। এক একটি কম্পিউটারকে যদি চালু রাখতে হলে এবং তাকে কাজ কারা উপযোগী হওয়ার জন্য কয়েকটি অংশের প্রয়োজন হয়।
কম্পিউটার এর মুল অংশগুলো হলো (প্রশেসর) কম্পিউটার এর মস্থিস্ক। এটির দ্বারা কম্পিউটার এর সব ধরনের আদেশ-নির্দেশ অনুসরণ করার পাশাপাশি কাজ করে থাকে। (মাদার্বোড) হলো কম্পিউটার এর সমুস্থ অংশ গুলোকে সম্মিলিত করে রাখে। অস্থায়ীভাবে কাজ সংরক্ষর করে রাখার উপস্থিত সাধ্য ক্ষমতা হলো র্যাম এর। হার্ডডিক্স হলো কম্পিউটার এর স্থায়ী ভাবে বসবাস করা একটি স্থান।
এর দ্বারা দির্ঘ সময় কোন কিছু জমা রাখার স্থান। পাওয়ার শাপ্লাই হলো কম্পিউটারকে বৈদ্যুতিক সরবরাহ করতে সাহায্য করে। এছাড়াও আরো বিভিন্ন অংশ আছে যা কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য সহজ করে তুলে।
কম্পিউটার এর জনক কে
কম্পিউটারের জনক কে? এই কথা বলা আসে একটু কঠিন।
কারণে কম্পিউটার কিন্তু ১দিনে তৈরী হয়নি। এটি তৈরী করার
অবদান আছে অনেক বিজ্ঞানীদের। তবে এমন কিছু বিজ্ঞানীরা আছেন যারা
এই কম্পিউটার আবিষ্কার করার ভুমিকা পালন করেছেন তাদেরকে বিশেষ বিশেষ ভাবে
গূরুত্বপুর্ন অবদান এর জন্য স্বিকৃতী দেওয়া হয়েছে। চার্লস বেবেজ: এই ব্যক্তিকে
কম্পিউটার এর পিতা বা জন্ম দাতাও বলা হয়ে থাকে।
শুধু মাত্র ১জনকে নির্দিষ্ট করে বলা কঠিন। কারন এজন্য যে, এই কম্পিউটার এর ভুমিকা পালেন করেছেন অনেক বিজ্ঞানীরা। তবে আধুনীক কম্পিউটার আবিষ্কারক হিসাবে একজনকেই মানতে হবে, তিনি হলেন জনবন নিউমেন। তিনি এসেছিলেন মুলত হাঙ্গেরী থেকে, এসে আমেরীকার নাগরীক হয়েছিলেন।
এনাল টোরিন:২য় বিশ্বযোদ্ধে এর সময় জার্মানদের এ্যানিগোমা কোড বাঙ্গার সময় তিনি অত্যান্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছিলেন। তিনি কম্পিউটার এর ক্যাটাগরী এবং প্রসেস সমুহ সম্পর্কে থেকে কোন অংশে কম নেই। এছাড়াও আরো বেশ কয়েকজন কম্পিউটার এর উন্নয়নশীল ভূমিকা পালন করছিলেন- তারা হলো গ্রেস হোপার, হায়ার্ড আইক্যান, কর্নাড জোশে ইত্যাদি। এজন্য কম্পিউটার এর আসল জনক কে? বলা মসকিল।
আধুনিক কম্পিউটারের জনক কে? তিনি কোন দেশের নাগরিক?
কম্পিউটার ভাইরাস কি
ভাইরাস মানে হলো সয়ংক্রিয় ভাবে নিজে নিজে কাজ করা একটি সফ্টওয়ার। এই সফ্টওয়ারটি কম্পিউটারে সেটআপ অবস্থায় রাখলে মারাত্বক পরিমানের ক্ষতির আশংঙ্খা থাকে এবং কম্পিউটারে সংরক্ষন করা ফাইল সমুহ নষ্ট করে ফেলে। জিবিত থাকা একটি বইরাস, নিজে নিজে ডুপ্লিকেট কমি তৈরী করে আর এই কপির দ্বারা বিভিন্ন সমস্যার সম্মুখিন হয় কম্পিউটার।
কম্পিউটার কে কবে আবিষ্কার করেন
মেকানিক্যাল একটি কম্পিউটার তার আবিষ্কার। এটিতে তিনি সফল হতে ব্যর্থ হলেও তারই ধারণা এবং প্রচেষ্টার ফলে ঊনিষ শতকে কম্পিউটার এর ভিত্তি স্থাপন করা হয়েছিলো।তিনি আর কেউ না, তিনি হলেন চার্লস ভেবেজ।
এজন্য একই ভাকে কোন একটি তারিখ নির্দিষ্ট করে বলার পরিবর্তে কম্পিউটার এর দির্ঘ প্রক্রিয়া হিসাবে দেখা যায়, যেখানে অনেক বিজ্ঞানিরা এই কম্পিউটার এর উন্নিতির ভূমিকা পালন করেছিলেন।
সচরাচর প্রশ্ন উত্তর
কম্পিউটার কত ধরণের?
কম্পিউটার এর কয়েকটি পার্ট আছে। তবে উল্লেখযোগ্য কয়েকটি হলো, ডেক্সটপ, পাল্মটম (মোবাইল), লেপটপ, প্রিন্টার, স্কেনার, ইত্যাদী।
কম্পিউটার শব্দের অর্থ কী?
এক কথায় বলা যেতে পারে, কম্পিউটার হলো হিসাব গননাকারি। গাননকারি যন্ত্র হিসাবেও পরিচয় দিতে পারবেন। তবে এখন শুধু মাত্র গননাকারি যন্ত হিবাবে বলা দুষকর, কারণ এই কম্পিউটার দ্বারা অনলাইন অফলাইন সহ তথ্য আদান প্রদান করা সহ অনেক কঠিন কাজ সহজ করে থাকে উপস্থাপনা করে।
কম্পিউটারের বাংলা নাম কি?
কম্পিউটার এর বাংলা কোন অর্থ নাই। এই Computer শব্দ ইংরেজি শব্দ থেকে আসা। তাই বাংলাতে এটিকে কম্পিউটার বলে সম্ভোধন করে থাকনে।