আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ! আশা করি সকলে ভালো আছেন। আমি ও আপনাদের দুওয়ায় অনেক ভালো আছি।
ডাটা এন্ট্রি কাজের জন্য বা ডাটা এন্ট্রি করে ফ্রিলান্সিং করার কথা অনেকেই শুনেছেন। ডাটা এন্ট্রি করে অনেকেই মাসে লক্ষ টাকার বেশী আয় করছেন। বর্তমানে ডাটা এন্ট্রির কাজ এর প্রয়োজনীয়তা অপরিহার্য। তথ্য ও যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ ও সুবিধা অনেক পথ খোলা আছে।
আজকের এই পোস্টটি সম্পর্ণ পড়লে আপনারা জানতে পারবেন- ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়? ডাটা এন্ট্রি ফ্রিলান্সিং কি? ডাটা এন্ট্রি অপারেটর কাকে বলে? ডাটা এন্ট্রি জব বা চাকরী বাংলাদেশে। ডাটা এন্ট্রি কাজের ওয়েব সাইট। ডাটা এন্ট্রি শিখতে কত দিন সময় লাগে? ডাটা এন্ট্রি অপারেটরের বতন কত? ডাটা এন্ট্রি জবস ওয়ার্ক ফ্রম হোম। ডাটা এন্ট্রি শিখুন।
ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়?
ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি হলো কোন তথ্য বা লিখা অথবা হাতে লিখা, কোন চিত্র বা অন্য কোন ধরনের তথ্যকে কাম্পিউটারের মাধ্য সংরক্ষন করা বা কম্পিউটারে ইনপুর্ট করা। আরো সহজ ভাষায় হলো স্কেন করা কোন ডকুমেন্ট, হাতে লিখা কাগজের কোন ডকুমেন্ট ডিজিটাল পদ্ধতিতে রুপান্তরিত করা বা ফরমেটিং করাকেই ডাটা এন্ট্রি বলে?
তথ্য সংরক্ষণ করে, কাগজের লিখা বা স্কেন করা ডকুমেন্ট কম্পিউটারে সংরক্ষন করা নিরাপদ ১০০%। তাই ডাটা এন্ট্রির কাজ মূলত কম্পিউটার দিয়ে করা হয়ে থাকে। তথ্য বিশ্লেষণ- ডিজিটাল ফরমেটে তথ্য থাকাটা বহু নিরাপদ। ডিজিটাল ফরমেট বলতে কম্পিউটা, লপ্টপ বুঝানো হয়েছে। তথ্যকে অতি সহজে ব্যাখ্যা করা যায় বা বিশ্লেষণ করা যায় এবং তুলনা করা সহ নিত্য নতুন সকল তথ্য পাওয়া খুবই সহজ। বায়ার বা কোন কাস্টমার অথবা অন্য কারো তথ্যকে কম্পিউটার দ্বারা সহজে আদান প্রদান করা যায়।
ডাটা এন্ট্রির ধরন: ডাটা এন্ট্রি অনেক ধরনের হতে পারে। যেমন: টাইপিং, হাতে লিখা কোন তথ্য বা স্কেন করা অথবা প্রিন্ট করা কোন ডকুমেন্ট বা ডাটা কম্পিউটার এ ইনপুট করে রাখা বা সংরক্ষন করে রাখা। কম্পিউটার ডিভাইস দ্বারা স্কেন করা ও সি আর (অপটিকেল কেরেক্টার রিকগনিসন) স্কেন করা লিখাটি কে সহজ এবং সাবলিল ভাষায় সুন্দর করে পড়ার উপযোগী করে তুলা। ডাটাভেজ ইনপোট: তথ্যকে একটি নির্দিষ্ট স্থান করে ডাটা ভেজ ইনপুট করে কম্পিউটারে রাখা।
ডাটা এন্ট্রির ব্যবহার: ডাটা এন্ট্রির ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে- যেমন: অফিসের কাজের জন্য, একাউন্টিং ফিনান্সিং বা ব্যাংকিং, গবেষনায়, মার্কেটিং এ, মানব সম্পদ, এবং আরো অনেক ক্ষেত্রে এই ডাটা এন্ট্রির ব্যবহার হয়ে থাকে।
সার সংক্ষেপে হলো- যে কোন তথ্যকে ডিজিটার পদ্ধতিতে রুপান্তরিত করে বর্তমান এই তথ্য ও যোগাযোগ মাধ্যমে যে কোন তথ্য বা ডাটা ডিজিটাল পদ্ধতিতে আদান প্রদান করা যায়, যা আধুনিক এই যুগে তথ্য ব্যবস্থাপনার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়? অবশ্যই মোবাইল দ্বারা ডাটা এন্ট্রির কাজ করা সম্ভব। বর্তমান এই যুগে মোবাইল কে বলা হয়ে থাকে ছোট খাটো একটি কম্পিউটার। এই জন্য বলা মোবইলকে মিনি কম্পিউটার বলা হয় যে, আজকের এই যুগের মোবাইল ফোন অত্যান্ত শক্তিশালী।
আপনার হতে থাক স্মার্ট ফোন দ্বারা বিভিন্ন মোবাইর আ্যপস্ বা ওয়েব সাইট এর মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ করতে পারেন খুবই সহজে।
মোবাইলে ডাটা এন্ট্রি কাজ এর সুবিধা: আপনি যেখানেই অবস্থান করেন না কেন, আপনার হাতে থাকা স্মার্ট ফোন এ ডাটা কানেক্ট অথবা ওয়াই ফাই সংযোগ থাকলে সহজে করতে পারেন ডাটা এন্টির কাজ। অল্প সময়ে ছোট খাটো ডাটা এন্টির কাজ খুবই সহজে করে ফেলতে পারবেন।
স্বাধীন ভাবে যে কোন সময় সুভিধা মতো সময় বেছে নিয়ে করতে পারেন। বৈদ্যুতিক সমস্য এবং আরো অন্যান্য সমস্য পতিরোধ করে কাজ সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে বড় বা লম্বা কোন কাজ মোবাইল দিয়ে করা সম্ভব নাও হতে পারে।
আপনার জন্য দুর্দন্ত একটি টুলস্ হতে পারে ডাটা এন্ট্রি কাজ সম্পন্ন করার জন্য। সবকটি ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে না পারলেও ছোট খাটো কাজ করা সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, বড় কোন কাজ হলে কম্পিউটার ডিবাইস ব্যবাহর করা।
অনেকেই আছে যারা মোবাইলেও ছোট খাটো ডাটা এন্ট্রির কাজ করে প্রতি মাসে ভালো পরিমাণের আয় করছেন।
ডাটা এন্ট্রি ফ্রিলান্সিং
প্রিয় পাঠক! এতক্ষন আপনাদের জানানোর চেষ্টা করেছি ডাটা এন্ট্রি কি, কিভাবে করতে হয়? এখন জানতে পারবেন- ডাটা এট্রি করে ফ্রিলাসিং সেক্টরে কিভাবে সফল হওয়া যায়? ঘরে বসে ডাটা ইনপোট করে কম্পিউটার বা তথ্য যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে তথ্য বা ডাটা ইনপুট করার একটি জনপ্রিয় স্থান হলো ডাটা এন্ট্রি ফ্রিলান্সিং। কম্পিউটার এবং ইন্টারনেট সংযোক্ত তাকলেই সম্ভব ডাটা এন্ট্রি ফ্রিলান্সিং। এতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন নাই।
ফ্রিলান্সিং সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করুন
ডাটা এন্ট্রি ফ্রিলান্সিং এর সুবিধা: শুধু মাত্র কম্পিউটার ডিবাইস সাথে ইন্টারনেট সংযোগ ছাড়া তেমন বড় কোন বিনিয়োগ এর প্রয়োজন পড়ে না। ঘনে বসে বিভিন্ন ক্লায়েন্টের কাজ অথবা কোন ব্রান্ডের কাজ অফিসে না গিয়ে, নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে ডটা এন্ট্রি ফ্রিলান্সিং ঘরে বসে করা যায়। এমনকি বিদেশী ক্লায়েন্ট বা কাস্টমার অথবা বিভিন্ন জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেসে কাজ করার সুযোগ থাকে।
ডাটা এন্ট্রি অপারেটর
আজকের এই যোগে ডটা এন্ট্রি অপারেটর বলা হয় এমন ব্যক্তিকে, যিনি হাতে লিখা ডকুমেন্ট অথবা স্কেন করা ডকুমেন্ট বা অন্য কোন ডিজিটাল ফর্মেটে থাকা তথ্য গুলোকে ডিজিটাল ফরমেটে কম্পিউটারে ইনপুর করা বা সংরক্ষন করে রাখা এবং ডাটা এন্ট্রির উপর পূর্ণ অভিজ্ঞতা সহ অনলাইন ডাটা এন্ট্রি বা অফলাইন ডাটা এন্ট্রি/ ওয়েব রিসার্চ সহ পূর্ণ অভিজ্ঞতা থাকা ব্যক্তিকে মূলত ডাটা এন্ট্রি অপারেটর বলে।
সাথে টাইপিং এ এক্সপার্ট যেমন মাইক্র সফ্ট অফিস ওয়ার্ড, এস্কেল, পাওয়ার পয়েন্ট এই সকল বিষয় এর উপর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে ডাটা এন্ট্রি অপারেটর ওর্কার বলে বিবেচনা করা হয়।
ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইট
এখন আমরা জানার চেষ্টা করব, ডাটা এন্ট্রি কাজের ওয়েস সাইট সম্পর্কে। এই সমুস্থ কাজের বিভিন্ন ধরনের প্রজেক্ট পাওয়া যায় সহজে। (১) ফরম পূরন করে বিভিন্ন তথ্য ডাটা ইনপুট করা। (২) ডাটা সমুহ আপডেট করা যেমন পুরাতন তথ্য আপডেট করে নতুন তথ্য সংরক্ষন করে রাখা (৩) স্কেন করা ডকুমেন্ট বা কাগজে হাতে লিখা ডকুমেন্টকে ডিজিটাল পদ্ধতিতে রুপান্তর করা। ইত্যাদি।
এবার জানা আবশ্যক যে, ডাটা এন্ট্রি অপারেটর হলে কোথা থেকে জব/কাজ পাওয়া যায়। কিছু জনপ্রিয় ওয়েব সাইট যেখান থেকে ডাটা এন্ট্রির কাজ করে মাসে ভালো পরিমাণের আয় করতে পারবেন। Fiver, upwork, Freelancer.com, Guru. peopleperhour. trulancer. উল্লেখিত ওয়েব সাইচ ছাড়া আরো অসংখ্য ওয়েব সাইট আছে, তবে এই ওয়েব সাইট গুলো অধিক জনপ্রিয়।
ডাটা এন্ট্রি শিখতে কত দিন লাগে
ডাটা এন্ট্রির কাজ শিখতে কতদিন সময় লাগে? এটি মূলত নিজের উপর ডিপেন্ট করে। তবে সঠিক গাইড লাইন এবং দক্ষ/অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তির কাছে ডাটা এন্ট্রির কাজ শিখলে আনুমানিক সময় লাগতে পারে ৩-৪ মাস। ইতিমধ্যে যদি আপনার বেসিক কম্পিউটার এর উপর পূর্ণ জ্ঞান থাকে এবং ইন্টারনেট ব্রাউজার এই সমুস্থ কাজ জেনে থাকেন তাহলে আপনি খুবই দ্রুত একজন ডাটা এন্ট্রি ওর্কার হতে পারেন।
আমি আপনাদেরকে সাজেষ্ট করব, ইউটিউবের মধ্যমে ডাটা এন্ট্রির কাজ শিখুন। কারণ ইউটিউবে অনেক ইউটুবাররা ডাটা এন্ট্রি কাজের সুন্দর সুন্দর প্লেলিস্ট তৈরী করে রেখেছেন। এক্ষেত্রে সময় একটু বেশী লাগলেও পূর্ণ দক্ষ একজন ডাটা এন্ট্রি ওর্কার হতে পারবেন।
ডাটা এন্ট্রি অপারেটর এর বেতন কত?
ডাটা এন্ট্রি অপারেটরের বেতন কত? নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ এই সেক্টরের বেতন কোন মাসে কম আবার কোন মাসে বেশী। তবে একজন পেশাদার ডাটা এন্ট্রি অপারেটরের গড় বেতন প্রাথমীক অবস্থায় ২০,০০০/- থেকে ৫০,০০০/- টাকা হয়ে থাকে। এই হিসাব হলো বাংলাদেশে কোন ব্যক্তি কাজ করলে।
আর যদি ফ্রিলান্সিং সেক্টরে নিজেকে ডাটা এন্ট্রি ওয়র্কার হিসাবে দাড় করাতে পারেন তবে আপনার গড় বেতন হতে পারে প্রাথমীক অবস্থায় ৩০০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত। আবার অনেক পেশাদার ডাটা এন্ট্রি ওয়ার্কার আছেন যারা প্রতি মাসে লক্ষ টাকার বেশী আয় করছেন শুধু মাত্র ডাটা এন্ট্রির কাজ করে ।
ডাটা এন্ট্রি জবস
ডাটা এন্ট্রি জবস্: ডাটা এন্ট্রি কাজের উপর পূর্ণ দক্ষতা অর্জন করে যে কোন কোম্পানিতে চকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশ্বের সব চেয়ে জনপ্রিয় মার্কেট প্লেসে গিগ তৈরী করে আপনার প্রফাইলে কাজের যোগ্যতা প্রকাশ করে বিশ্বের যে কোন কোম্পানি বা যে কোন কাস্টমারের কাজ বা চাকরি পাওয়া যায়।
সচরাচর প্রশ্ন উত্তর:
ডাটা এন্ট্রি অপারেটর পদের কাজ কি?
ডাটা এন্ট্রি অপারেটর এর পদের কাজ হলো- ডাটা, তথ্য ও বিভিন্ন ডকুমেন্ট ডিজিটাল পদ্ধতিতে রুপান্তরিত করে কম্পিউটারে ইনপুট করা।
ডাটা এন্ট্রি শব্দটির অর্থ কি?
ডাটা এন্ট্রি শব্দের শাব্দিক অর্থ হলো তথ্য সংরক্ষণ করা। ডাটা এন্ট্রি মূল বক্তব্য হলো কোন উপাত্ত, তথ্য, চিত্র বা হাতে লিখা কোন ডকুমেন্ট কম্পিউটারের ইনপুর করে রাখা যা পরবর্তিতে কাজে আসে।
এন্ট্রি শব্দের অর্থ কি?
এন্ট্রি শব্দের অর্থ হলো গমন করা, প্রবেশ করা, প্রতিযুগি তালিকা তৈরী করা ইত্যাদি।